১ নভেম্বর থেকে স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্রে দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রতিদিন সারা দেশে ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে ফাইজারের টিকা রয়েছে। ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষের সামনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জাহিদ মালেক বলেন, ‘গতকালও ৫৫ লাখ টিকা এসেছে দেশে। আমাদের কাছে এখন দুই কোটি ডোজ টিকা মজুদ রয়েছে। টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে। এ ছাড়া গণটিকা কার্যক্রমের আওতায় দেওয়া ৮০ লাখ লোককে দ্বিতীয় ডোজের টিকা আজ থেকে দেওয়া শুরু হয়েছে। আগামীকালের মধ্যে এটি সম্পন্ন হবে।’