দীর্ঘদিন ধরেই ডাচ কোচ রোনাল্ড কোমানের অধীনে থেকে খুব বাজে সময় কাটাচ্ছিল বার্সেলোনা ক্লাব। লিওনেল মেসি প্যারিসে যাওয়ার পর থেকেই কয়েকটি ম্যাচ ছাড়া বড় ম্যাচগুলোতে বরাবরের মতো হারতে হয়েছে কাতালানদের। এমন বাজে অবস্থার কারণে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল বরখাস্ত হতে পারেন কোমান। এবার তাই হলো। বুধবার রাতে এক বিবৃতিতে বার্সেলোনা নিশ্চিত করে, কোচ হিসেবে আর ক্লাবের দায়িত্বে থাকছেন না রোনাল্ড কোমান।
লা লিগায় যে শীর্ষ ক্লাবগুলোর মধ্যে বার্সা অন্যতম। প্রত্যেক মৌসুমে শিরোপা না জিতলেও পয়েন্ট টেবিলের দুই-তিনে অবস্থান করতো ক্লাবটি। কিন্তু আর্থিক সমস্যার কারণে লিওনেল মেসি কাতালানদের ছেড়ে পাড়ি জমায় ফরাসি ক্লাব পিএসজিতে। এরপর ধীরে ধীরে অবনমন হতে থাকে ক্লাবটির পারফরম্যান্সের।
লা লিগায় চলতি মৌসুমে এখন পর্যন্ত নিজেদের খেলা ১০ ম্যাচে মাত্র ৪টিতে জিতে বার্সা অবস্থান করছে পয়েন্ট টেবিলের নয়ে। এর আগে গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোতে হারে কাতালানরা। হতাশা কাটিয়ে জয়ে ফেরার ইঙ্গিত দিলেও বুধবার রাতে সেগুন্দা ডিভিশন থেকে উঠে আসা দল রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-০ ব্যবধানে হারতে হয় কোমানের দলকে। ১৯ বছর পর মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে হারের মুখ দেখে কাতালানরা।
চ্যাম্পিয়ন্স লিগেও বার্সেলোনার অবস্থান খুব একটা ভালো নয়। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বায়ার্ন ও বেনফিকার কাছে ৩-০ গোলে হেরে বর্তমানে তিনে অবস্থান করছে কাতালানরা। এমন বাজে পারফরম্যান্সের কারণে শেষ ষোলোতে যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে ক্লাবটি। দলের এমন ফর্ম খরায় কয়েকদিন ধরেই কোমানের চাকরিচ্যুত হওয়ার খবর চাউর হচ্ছিল সংবাদমাধ্যমগুলোতে। অবশেষে রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচ শেষে খবরটি সত্য হয়।
বার্সেলোনায় কোমানের কোচিং ক্যারিয়ার একদমই ভালো ছিলো না। ২০২০ সালের ১৯ আগস্ট ক্লাবটির হয়ে কোচিং শুরু করে এ যাবত ৬৭টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সফলতা বলতে একমাত্র কোপা দেল রে’র শিরোপা জয়। বার্সেলোনায় কোমানের বদলি কে হবেন তা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি বার্সা। তবে কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, কোম্যানের জায়গায় বার্সেলোনার কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজ।