বগুড়ার ধুনট উপজেলায় এক কলেজছাত্রীকে অপহরণের মামলায় ওয়ারেন্টমূলে ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে তাকে ধুনট বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ইকবাল হোসেন রিপন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। তিনি গ্রামের এক ব্যবসায়ীর মেয়ে বগুড়ার একটি মহিলা কলেজের ছাত্রীকে ২০১৮ সালের ৪ জুন অস্ত্রের মুখে অপহরণ করেন। তাকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যান।
এ ব্যাপারে ছাত্রীর বাবা ধুনট থানায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপনসহ তিনজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার ওয়ারেন্টমূলে পুলিশ রোববার বিকালে রিপনকে ধুনট বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে। এদিকে মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় যুবলীগ নেতা জামাল উদ্দিন ও ইউসুফ আলীকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তিতে অপহরণের ৯ ঘণ্টা পর কলেজছাত্রীকে চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের একটি সেতুর পাশ থেকে উদ্ধার করা হয়। ধুনট থানার তৎকালীন এসআই খোকন কুমার কুন্ডু তদন্ত শেষে ইকবাল হোসেন রিপনসহ আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, আদালতের ওয়ারেন্টমূলে রিপনকে গ্রেফতার করা হয়েছে।