বিশ্বকাপের প্রথম পর্বে দারুণ খেলেছে শ্রীলঙ্কা। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে উঠেছে লঙ্কানরা। মূল পর্বের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। যাদের বিপক্ষে বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। তবুও বাংলাদেশের বোলিং বিভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় শ্রীলঙ্কা। বিশেষ করে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভাবছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
আজ রোববার সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শারজাহতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘আগামীকাল (আজ) আমরা খুব ভালো ম্যাচ আশা করছি। কোয়ালিফায়ার থেকে তারা ভালোভাবেই উঠেছে। টি-টোয়েন্টিতে নিজেদের দিনে আমরা কী করতে পারি, সবাই জানে। আমার মনে হয়, জমজমাট লড়াই হতে যাচ্ছে।’
ম্যাচটিতে বিশেষ করে লঙ্কানদের ভাবাচ্ছে বাংলাদেশের বোলিং। সেটা নিয়ে লঙ্কান অধিনায়ক বলেন, ‘পিচ কেমন হবে সেটা নিয়ে বেশি ভাবছি না আমরা। এই উইকেট একটু মন্থর। আমাদের সামর্থ্যের সেরাটা দিয়েই খেলব। তারা ভালো দল। সাকিব, মুস্তাফিজ, মাহমুদউল্লাহ আছে। বাংলাদেশের ভালো কজন বোলার আছেন। বিশেষ করে সাকিব ও ফিজ আছেন। তাদের ভালো কয়েকজন স্পিনারও আছেন।’
বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ১১টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। যেখানে সাতটিতে জিতেছে শ্রীলঙ্কা, বাংলাদেশের জয় চারটি। তবে আশার ব্যাপার হলো, শেষ দুই মুখোমুখিতে দুটিতেই লঙ্কানদের তাদের মাটিতে হারিয়েছে বাংলাদেশ। ফলে বিশ্বকাপের লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে মাহমুদউল্লাহর দল।