বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন, শপথ নিয়ে এমপি-মন্ত্রী হয়ে যদি কেউ সংবিধান অমান্য করে তাহলে তার তাৎক্ষণিক বিচার হওয়া দরকার। ২১ অক্টোবর বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিকদল আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপির এ নেতা বলেন, একটি দল এ দেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সেখান থেকে আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আবার আমাদের দেশে এক সামরিক স্বৈরশাসক গণতন্ত্র হত্যা করেছিল। দীর্ঘ নয় বছর আপসহীন লড়াই করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পুনরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আমরা সেই দল যেই দল সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছি, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছি এবং সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণের ব্যবস্থা করেছি।
নজরুল ইসলাম খান বলেন, আজকে গণতন্ত্রহীন বাংলাদেশ এমন একটি দল শাসন করছে যারা এক নির্বাচনে ৩০০ এর মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় নিজেদেরকে নির্বাচিত করেছেন। আরেক নির্বাচনে ভোটের দিনের আগের রাত্রে তারা ভোটের বাক্স ভর্তি করে ফেলেছে। এরা যতোদিন ক্ষমতায় থাকবে ততোদিন পর্যন্ত এদেশের মানুষের ভোটের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার ফিরে আসবে না। ততোদিন পর্যন্ত জনগণ তার পছন্দের সরকার নির্বাচিত করতে পারবে না।
শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুজিবুর রহমান সাগর, সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিকদলের সহসভাপতি মেহেদী হাসান খান, যুগ্ম সম্পাদক মুস্তাফিজুল করিম মজুমদার প্রমুখ।