কলকাতা নাইট রাইডার্স শেষ সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে । প্লে অফ খেলা নিশ্চিত করতে হলে বাকি সাত ম্যাচের ছয়টিতেই জিততে হবে দলটিকে। সেই কঠিন কাজটাই করার জন্য সাকিব আল হাসান, অইন মরগ্যানদের বিশেষ বার্তা দিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন দলটির অন্যতম কর্ণধার শাহরুখ খান।
আজ সোমবার আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আইপিএলের বাকি অংশের যাত্রা শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। দলের নামের একটা অংশ ‘নাইট’, যার মানে দাঁড়ায় যোদ্ধা। দ্বিতীয় দফায় মাঠে নামার ঠিক আগে দলের খেলোয়াড়দেরকে সেই নামটাই মনে করিয়ে দিলেন শাহরুখ। দলের উদ্দেশে শাহরুখের বার্তা, ‘মনে রেখো তোমরা প্রত্যেকে একজন যোদ্ধা। শেষ পর্যন্ত লড়াই করো। এই আকাশ তোমাদের।’
কেকেআরের অধিনায়ক মরগ্যানের কথাতেই তা স্পষ্ট। তিনি বললেন, ‘পেছন ফিরে তাকাতে চাই না আমরা। দলের সবাই শেষ সাত ম্যাচে নিজেদের সেরাটা ঢেলে দিতে মরিয়া। সবাই খুবই ক্ষুধার্ত। প্রথম সাত ম্যাচের কোনো প্রভাব আছে বলে মনেই হচ্ছে না।’
চলতি বছরের আইপিএল মাঝপথে থেমে গিয়েছিল করোনাভাইরাসের সংক্রমণে। তবে দীর্ঘ বিরতির পর ভেন্যু বদলে নতুন এক পরিস্থিতিতে এসে গতকাল শুরু হয়েছে আইপিএলের বাকি অংশ। মর্গ্যান মনে করেন, প্রথম দফার পরে চার মাসের এই বিরতি সবাইকে নতুন ভাবে অভিযান শুরু করতে সাহায্য করেছে।
কলকাতা অধিনায়কের কথা, ‘প্রায় চার মাস পরে দলের সঙ্গে ফিরে এসে বুঝলাম, কারও মধ্যে হারের ভয়টা আর নেই। সবাই নিজেদের সামর্থ্যের সেরাটা দেওয়ার জন্য মরিয়া। ফলাফল নিয়ে কেউ ভাবছে না। বরং কী করে আরও ভাল ক্রিকেট উপহার দেওয়া যায়, সেটা নিয়েই ভাবছে।’