যুক্তরাষ্ট্রের বৈঠকের একটি প্রস্তাব চীন নাকচ করে দিয়েছে—এমন খবর অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছিল যে, প্রেসিডেন্ট বাইডেন মুখোমুখি বৈঠকের প্রস্তাব দিলেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তা নাকচ করে দিয়েছিলেন। গত সপ্তাহে দুই প্রেসিডেন্টের মধ্যে প্রায় ৯০ মিনিটের ফোনালাপ হয়। প্রেসিডেন্ট বাইডেন চেয়েছিলেন, বৈঠকের মাধ্যমে দুই দেশের সমস্যার সমাধান করা। ঐ ফোনালাপে বাইডেন শিকে বলেছিলেন যে, প্রতিযোগিতা যেন বিরোধে পরিণত না হয়।
মার্কিন কর্মকর্তাদের কয়েকটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবে রাজি হয়নি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বরং যুক্তরাষ্ট্রকে চীনের প্রতি সুর নরম করার আহ্বান জানানো হয়। তবে প্রেসিডেন্ট বাইডেন স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের জানান, বৈঠকের প্রস্তাব চীনের প্রেসিডেন্টের নাকচ করার খবর সত্য নয়। এর আগে বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে জানান, ঐ প্রতিবেদনে ফোনালাপের সত্যিকার প্রতিফলন ঘটেনি।