কিছুদিন আগে গুঞ্জন উঠে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। তবে সেই গুজব উড়িয়ে দিয়ে পেলে জানিয়েছিলেন, নিয়মিত চেকআপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি। অবশেষে গতকাল জানালেন হাসপাতালে যাওয়ার কারণ। মলাশয়ের ডানদিকে টিউমার অপসারণের জন্য সফল অস্ত্রোপচার করা হয়েছে তিনটি বিশ্বকাপ জেতা এই ফুটবলারের।
এই ব্যপারে গতকাল ইনস্টগ্রামে পেলে লেখেন, ‘বন্ধুরা, আমার খোঁজ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। ইশ্বরকে ধন্যবাদ জানাই কারণ এখন আমি সুস্থবোধ করছি এবং ডা. ফ্যাবিও ও ডা. মিগেলকে ধন্যবাদ আমার স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য। গত শনিবার মলাশয়ের ডানপাশে সন্দেহজনক ক্ষত অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয় আমার। পরীক্ষার মাধ্যমে টিউমার ধরা পড়েছিল।’
পেলে আরো লেখেন, ‘সৌভাগ্যবশত, অসাধারণ জয়গুলো আপনাদের সঙ্গে উদ্যাপন করার অভ্যাস আছে আমার। এই ম্যাচটাও মুখে হাসি নিয়ে ইতিবাচকতা ও আনন্দের সঙ্গে খেলব আমি।’ অস্ত্রোপচার করা সাও পাউলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছেন আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে পেলেকে। তবে মঙ্গলবারের মধ্যে তাকে সাধারণ কেভিনে রাখতে আশাবাদী তারা।
সাম্প্রতিক সময়ে পেলের স্বাস্থ্য নিয়ে বেশ কয়েকবারই উদ্বেগের সৃষ্টি হয়। ২০১৫ সালে ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়ায় প্রোস্টেট সার্জারি করানো তার। দুই বছর আগে মূত্রথলিতে ইনফেকশনের কারণে ফের ভর্তি হন হাসপাতালে। গত বছরের ফেব্রুয়ারিতে তার ছেলে এডিনিও জানিয়েছিলেন, ঘর থেকে বের হতে বিব্রত বোধ করেন পেলে কারণ কারো সাহায্য ছাড়া হাঁটতে পারেন না তিনি।