বাংলাদেশ এক কোটি করোনা টিকা পাবে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে । ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনজি তেরিংক এ কথা জানিয়েছেন। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক: ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তব্য রাখার সময় একথা জানান তেরিংক।
ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জন্য ইতিমধ্যেই এক কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি আমরা। তবে আমরা জানি, এটা পর্যাপ্ত নয়। দরিদ্র দেশগুলোকে সহযোগিতার ক্ষেত্রে ইইউসহ উন্নত দেশের উদ্যোগহীনতার সমালোচনার জবাব দিতে গিয়ে টিকা নিয়ে তাদের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
পৃথিবীর বহু দেশে করোনার টিকা নিয়ে হাহাকার চলছে। অন্যদিকে অনেক উন্নত দেশ টিকা জমিয়ে রেখে পরে মেয়াদোত্তীর্ণের কারণে ফেলে দিচ্ছে। সম্প্রতি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে টিকার বৈশ্বিক কোভ্যাক্স কার্যক্রমে ইইউ’র সহায়তার নানা দিক তুলে ধরেন টিরিংক। সেসময় বাংলাদেশকে এক কোটি টিকা দেওয়ার প্রসঙ্গও তোলেন তিনি। তবে কবে নাগাদ বাংলাদেশ সেই টিকা পাবে তা অবশ্য নির্দিষ্ট করে বলেননি ইইউ রাষ্ট্রদূত।
ইইউ রাষ্ট্রদূত জানান, দুই দশমিক চার বিলিয়ন ইউরো দেওয়ার মাধ্যমে কোভ্যাক্স কার্যক্রমে দ্বিতীয় সর্বোচ্চ দাতা সংস্থা ইইউ। পাশাপাশি ১৬ বিলিয়ন ইউরোর প্রতিশ্রুতি তো রয়েছে। করোনার নমুনা পরীক্ষা, চিকিৎসা ও ব্যবস্থাপনায় এই অর্থ খরচ হবে বলে জানান তিনি।