মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিএনপির প্রতি আহ্বান করে জানান, জিয়াউর রহমানের লাশ কবরে থাকলে ডিএনএ টেস্ট করে প্রমাণ করতে। বুধবার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে মহান মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোদের বীরত্বগাঁথা ‘অপারেশন জ্যাকপট’ গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জিয়াউর রহমান সাধারণ কোনো নাগরিক ছিলেন না। তিনি যেভাবেই হোক রাষ্ট্রপতি হয়েছিলেন। কাজেই তার সে সময়ের কোনো ছবি থাকবে না- এটা হতে পারে না। মন্ত্রী আরও বলেন, কাউকে সম্মান জানানোয় সরকার বাধা দিতে পারে না। শুধু জিয়াউর রহমানের কবর নয়, সংসদ ভবন এলাকায় নকশা বহির্ভূত স্থাপনা সরিয়ে ফেলার জন্য স্পিকার বরাবর আবেদন করা হয়েছে।