আফগানিস্তানের কাবুলে বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। এমন পরিস্থিতিতে তাদের নাগরিকদের বন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে তারা। তালেবান ক্ষমতা দখলের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিচ্ছে। আশঙ্কার কথাও জানিয়ে আসছে তারা। এবার তাদের মধ্য থেকে কয়েকটি দেশ বিষয়টি নিয়ে সর্তকতা জারি করলো।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের জন্য সতর্ক সংকেত জারি করেছে। কাবুলে বিমানবন্দরের আশেপাশে যারা রয়েছেন তাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। একের পর এক শহর নিয়ন্ত্রণে নিয়ে গত সপ্তাহে কাবুল দখল করে তালেবান। এরপরই দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় জমায় হাজার হাজার মানুষ। ৮০ হাজারের বেশি মানুষ এ পর্যন্ত আফগানিস্তান ছেড়েছে। এই মুহূর্তে কাবুল বিমানবন্দরে ও তার আশপাশে অসংখ্য মানুষ ভিড় করে আছে। বিমানে দেশ ছাড়তে চায় তারা। অবশ্য তালেবানের পক্ষ থেকে বলা হযেছে, আফগানদের দেশ ছাড়তে দেওয়া হবে না।