যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক আফগানিস্তানে যতো দ্রুত সেনারা কাজ শেষ করবে; ততো। প্রেসিডেন্ট জো বাইডেন জানান- আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের সরানোর কাজ সম্পন্ন করার পথে সেনাবাহিনী। মঙ্গলবার (২৪ আগস্ট) জি-সেভেন ভার্চুয়াল সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
বাইডেনকে সম্মেলনে মার্কিন মিত্ররা আগস্টের পরও আফগানিস্তানে ফ্লাইট পরিচালনার সুযোগ রাখার আহ্বান জানান। কিন্তু তিনি বলেন, আফগানিস্তানে আইএস হুমকির কারণে চলমান উদ্ধার অভিযান দ্রুত শেষ করতে হবে। নতুবা, মার্কিন বহরের ওপর বাড়বে গোষ্ঠীটির হামলার ঝুঁকি। এরইমাঝে, কাবুল বিমানবন্দরে মোতায়েন কিছু সেনাকে ফেরানো হয়েছে যুক্তরাষ্ট্রে। বাইডেন স্বীকার করেন, তালেবানও নিরাপদে মার্কিনীদের সেদেশ ত্যাগে সহযোগিতা করেছে। পেন্টাগনের হিসাব অনুসারে, কাবুল থেকে প্রায় ৭০ হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে বিভিন্ন দেশে।