বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শিক্ষক মো. হাফিজুল হক মিয়া চলে গেলেন। রবিবার রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার বাদ যোহর পশ্চিম খাবাসপুর রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাকে দাফন করা হয় শহরের আলীপুর গোরস্থানে। এর আগে রিয়াজ উদ্দীন স্কুল মাঠে ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বড় ছেলে মোহাম্মদ সহিদুল হক রবিন বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আমার বাবা অত্যন্ত সহজ সরল ও নির্মোহ জীবন কাটিয়ে গেছেন। আগামীকাল বুধবার বাদ আছর ফরিদপুর সদরের মিয়াপাড়া বায়তুল আমান জামে মসজিদে মরহুমের জন্য দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
বীর মুক্তিযোদ্ধা হাফিজুল হকের জন্ম আলীপুর গ্রামে গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলায়। তিনি ফরিদপুর ভাংগা পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মময় জীবন শুরু করেন। এরপর শরিয়াতপুর দরিয়ার কান্দি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার তারাইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং ফরিদপুর মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসরে যান। তিনি দীর্ঘদিন যাবত ফরিদপুর রিয়াজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের পাশে বাড়ি করে বসবাস করে আসছিলেন।