বলিউডের তারকাদের দেখা যেতে পারে মুম্বইয়ের মেয়র পদে আগামী দিনে। সেরকমই পরিকল্পনা নিচ্ছে মুম্বই কংগ্রেস। প্রসঙ্গত, ২০২২ সালে বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) নির্বাচন রয়েছে, আর তার জন্য কংগ্রেস নিজেদের রণনীতি তৈরি করছে। দলের তালিকায় নাম রাখা হতে পারে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের পুত্র তথা অভিনেতা রিতেশ দেশমুখ, মডেল ও ফিটনেস গুরু মিলিন্দ সোমান বা অভিনেতা সোনু সুদের।
রীতেশ দেশমুখের মিলিন্দ, সোনুর তুলনায় রাজনীতির সঙ্গে বেশি যোগ রয়েছে। অভিনেতার বাবা বিলাসরাও দেশমুখ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর দুই ভাই কংগ্রেসের বিধায়কও। তবে এখনও পর্যন্ত রীতেশ কোনও দলে নাম লেখাননি। কংগ্রেসের নাম প্রস্তাবের পরেই জল্পনা শুরু হয়েছে, নির্বাচনের আগেই হয়তো কংগ্রেসে নাম লেখাতে পারেন রীতেশ।
কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে সম্পাদক গণেশ যাদব তারকাদের নাম প্রস্তাব পাঠালেও, এই তিন তারকার কাছে মুম্বই কংগ্রেসের তরফে কোনও আমন্ত্রণ যায়নি। এমনকি তাঁরা যোগ দেবেন কি না, তা নিয়েও রয়েছে সন্দেহ। নির্বাচনের আগে শিবসেনার সঙ্গে জোট বাঁধবে কি না তা ঘিরেও বাড়ছে কৌতূহল।