যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের রাজধানী শহর অস্টিন। ২৪ লাখ জনসংখ্যার এই শহরটিতে এখন আইসিইউ বেড খালি আছে মাত্র ৬টি। আর এতেই বোঝা যাচ্ছে, শহরটিতে করোনা পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে।
টেক্সাস অঙ্গরাজ্যের স্বাস্থ্যসেবার হালনাগাদ চিত্র তুলে ধরে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, অস্টিন শহরের জনসংখ্যা ২৪ লাখ। সেখানে এখন আইসিইউ বেড খালি আছে মাত্র ৬টি। এছাড়া এখন পর্যন্ত মোট ৩১৩টি ভেন্টিলেটর সেখানে খালি আছে।
শহরের বাসিন্দাদের এ ব্যাপারে সতর্ক থাকতে টেক্সট ম্যাসেজ, ইমেইল ও ফোন কলের মাধ্যমে নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। তিনি জানান, ‘আমাদের হাসপাতালগুলোর ওপর অনেক বেশি চাপ বেড়ে গেছে। আর এই ভাবে যদি করোনার সংক্রমণ ও রোগী বাড়তে থাকে তাহলে সেই সংকট নিরসনে আমাদের খুব বেশি কিছু করার থাকবে না।’
ব্লুমবার্গ বলছে, ভাইরাসে সংক্রমিত হওয়ার পর গত মাসের সাপ্তাহিক গড়ের তুলনায় শহরটির হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীর সংখ্যা ৬০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। একই সময়ে সেখানে আইসিইউ রোগীর সংখ্যা বেড়েছে ৫৭০ শতাংশ।
টেক্সাসের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জুলাই মাসের ৮ তারিখে সেখানে ভেন্টিলেটরে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল মাত্র ৮ জন। তবে শনিবার (৭ আগস্ট) সেই সংখ্যা পৌঁছেছে ১০২ জনে। এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। কারণ অস্টিন শহর ও আশপাশের এলাকায় সম্প্রতি করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১০ গুণ।
ড. দেসমার ওয়াকস বলছেন, ‘আমাদের এখানে হাসপাতালগুলোতে বেড পাওয়ার নিশ্চয়তা এবং জটিল চিকিৎসার সুযোগ খুবই সীমিত।’
তবে শুধু অস্টিনেই নয়। যুক্তরাষ্ট্রজুড়েই করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অতিসংক্রামক ডেল্টা ধরনের কারণে দেশটিতে এখন প্রতিদিন লক্ষাধিক মানুষের শরীরে করোনা শনাক্ত হচ্ছে। গত শীতের পর আবার এমন পরিস্থিতি তৈরি হওয়ায় স্বাস্থ্য কর্মকর্তারা ডেল্টার বিস্তার ঠেকাতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) দেওয়া হিসাব অনুযায়ী, কোভিড টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর দেশটির মোট ৭০ দশমিক ৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ অন্তত এক ডোজ টিকা নিয়েছেন। আর পূর্ণ ডোজ নেওয়া প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা ৫০ দশমিক ৯ শতাংশ।
তবে দেশটির অনেকে এখনও টিকা নিতে অনীহা প্রকাশ করছেন। লাখ লাখ মানুষ টিকা নেননি। টিকা নিতে সরকার নানা প্রণোদনা আর প্রচারণা চালাচ্ছে। তবে টিকাদানের হার কম থাকা ফ্লোরিডা ও টেক্সাসের মতো অঙ্গরাজ্যগুলোতে ঊর্ধ্বমুখী সংক্রমণ শুরু হয়েছে।
উল্লেখ্য, গত জুন মাসে যুক্তরাষ্ট্রে দৈনিক গড় আক্রান্ত ছিল ১১ হাজারের মতো। এর ছয় সপ্তাহ পর এখন আবার দেশটিতে দৈনিক লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।