হৃদরোগে আক্রান্ত হয়ে ফ্যাশন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। রোববার (৮ আগস্ট) তার পারিবারিক সূত্র এ তথ্য জানিয়েছে।
শনিবার রাত আটটার দিকে চঞ্চল মাহমুদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রোববার দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এর আগে চার বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন চঞ্চল মাহমুদ। তিনি ডায়াবেটিসজনিত জটিলতাতেও ভুগছেন।
বাংলাদেশের ফ্যাশন আলোকচিত্রের অন্যতম পথিকৃৎ চঞ্চল মাহমুদ সাড়ে চার দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন।
‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন তিনি। তার ছবি নিয়ে একাধিক প্রদর্শনী হয়েছে। বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সঙ্গেও তিনি যুক্ত।