রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে ইসমাত আরা (৩১) নামে এক নারীকে দুই বার কোভিড-১৯ টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে ভুলবশত এমন ঘটনা ঘটেছে বলে দাবী সংশ্লিষ্টদের। শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। টিকা গ্রহিতা নারী নারুয়ার বিলটাকাপোড়া গ্রামের কৃষক লীগের নেতা নাহিদুল হকের স্ত্রী।
এ ঘটনায় নাহিদুল হক জানান, বেলা সাড়ে ১১টার দিকে তার স্ত্রী পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে টিকা নিতে যান। কেন্দ্রে কোনো শৃঙ্খলা না থাকায় এক সঙ্গে অনেককে বসিয়ে টিকা দেওয়া হচ্ছিল। স্ত্রী টিকা নিতে গেলে এক স্বাস্থ্যকর্মী তার বাম হাতে টিকা দিয়ে দেন। পরে টিকা দেবার স্থান অন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখেন ইসমাত আরা। সে সময় আরেক স্বাস্থ্যকর্মী এসে তার ডান হাতে আরও একটি টিকা দেন। এখন বিষয়টি নিয়ে দুচিন্তায় আছি, যোগ করেন তিনি।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শাফিন জব্বার বলেন, কেন্দ্রটি পরিদর্শন করা হয়েছে। সেখানে অনেক ভিড় হওয়ায় টিকা নেয়ার পর পুনরায় সিটে বসার কারণে এমনটি হয়েছে। টিকা নেওয়া ব্যক্তিটি আমাদের পর্যবেক্ষনে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন। রাজবাড়ীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, ‘দুবার টিকা নেওয়া নারীর শারীরিক অবস্থা ভালো আছে। আশা করছি, তার কোনো সমস্যা হবে না। অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।