চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে চার দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদের আদালতে তাকে হাজির করা হলে, আদালত এ আদেশ দেন।
পরীমনির সঙ্গে তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকেও একই মামলায় চার দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপর একটি মাদক মামলায় একই আদালত চলচ্চিত্র পরিচালক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলী দুজনের প্রত্যেককে চার দিন করে রিমান্ডে দিয়েছেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ সোহেল রানা পরীমনি, নজরুল ইসলাম রাজ ও তাদের দুই সহযোগীকে সাড়ে আটটার দিকে আদালতে হাজির করেন।
আদালতে তিনি পৃথক মাদক মামলায় পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর সাত দিন এবং নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন।
আদালতে এ রিমান্ডের আবেদন বাতিল করে তাদের জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। আসামিদের পক্ষের আইনজীবী নিলাঞ্জনা হেনা আদালতে এ আবেদন জমা দেন।
শুনানি শেষে আদালত পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।