উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন ঢাকা-১৪, সিলেট-৩ এবং কুমিল্লা-৫ সংসদীয় আসনের ২১ জন দলটির মনোনয়ন ফরম নিয়েছেন। এর মধ্যে ঢাকা-১৪ আসনে ৬ জন, সিলেট – ৩ আসনে ৭ জন এবং কুমিল্লা-৫ আসনে ৮ জন মনোনয়ন নিয়েছেন।
এর আগে বুধবার (২ জুন) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদের এই তিনটি আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন ফরম নেয়ার আহ্বান জানানো হয়। শুক্রবার (৪ জুন) থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে দলটি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা দিতে হবে।
সংশ্লিষ্ট আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং কোন ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। আগামী ১০ জুন বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ শূন্য আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই। গত বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি জানান, এই তিন আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৭ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ ১৪ জুলাই।
উল্লেখ্য, ঢাকা-১৪ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন আগা খান মিন্টু, মো. মিজানুর রহমান, আরিফ আহমেদ চৌধুরী, ফরিদুল হক,মো.মাইনুল হোসেন খান,এ,বি,এম মাজহারুল আনাম।
সিলেট-৩ আসনের মনোনয়ন ফরম নিয়েছেন মো. মিজবাউদ্দিন সিরাজ, এনাম উল ইসলাম, শামীম ইকবাল, হাবিবুর রহমান, হাজী মোঃসাইফুল আলম, এম সাদরুল আহমেদ খান, ফারজানা চৌধুরী।
কুমিল্লা-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এস. এম. জাহাঙ্গীর আলম, হেলেনা জাহাঙ্গীর, আব্দুল মমিন ফেরদৌস, সেলিম সোবহান খসরু, সোহরাব খান চৌধুরী, সাজ্জাদ হোসেন, মো. জাহাঙ্গীর খান চৌধুরী, মো. আবু ছালেক (সেলিম রেজা চৌধুরী)।