সাকিব আল হাসান মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে চাইছেন বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
চলতি মাসের দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজে সব ফরম্যাটের দলে সাকিবকে রাখে বিসিবি। কিন্তু রবিবার (৬ মার্চ) সাকিব জানান দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া সম্ভব নয় তার।
সাকিব জানান, এ মুহুর্তে দক্ষিণ আফ্রিকা সফরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক ও শারীরিক অবস্থায় নেই তিনি। আমার ধারণা ও কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত। ২ দিন সময় নিয়েছে, ভালো কথা, মাথা ঠাণ্ডা করে যেটা বলবে। যা চায় সেটা জানাবে, বোর্ড সিদ্ধান্ত নিবে। এখন যদি এটার ওপর সিদ্ধান্ত নেই ওকে এই সিরিজে রাখব না। তখন যদি বলে আমি তো বলিনি খেলব না, খেলতে চেয়েছি, তখন?
ব্যক্তিগত কাজে গতকাল দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন দেশসেরা এই অলরাউন্ডার। দুবাই যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডার জানান, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মত অবস্থায় তিনি নেই, তাই ক্রিকেট থেকে বিরতি চান ।
সাকিব বলেন ইতোমধ্যে তার ইচ্ছার কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে। জালাল ইউনুস অবশ্য সাকিবকে দুই দিন চিন্তা করার জন্য সময় দিয়েছেন।
সোমবার (৭ মার্চ) সাংবাদিকদের সাথে আলাপকালে পাপন জানান ‘আমার ধারণা ও কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত। ২ দিন সময় নিয়েছে, ভালো কথা, মাথা ঠাণ্ডা করে যেটা বলবে। যা চায় সেটা জানাবে, বোর্ড সিদ্ধান্ত নিবে। এখন যদি এটার ওপর সিদ্ধান্ত নেই ওকে এই সিরিজে রাখব না। তখন যদি বলে আমি তো বলিনি খেলব না, খেলতে চেয়েছি, তখন?’
সাকিবের এমন ঘোষণায় অবাক হয়েছেন বোর্ড ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা বলে জানান পাপন। জালাল ইউনুস বা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, কেউই এ ব্যাপারে জানত না।
‘কিছু দিন আগে বিসিবিতে গিয়েছিলাম, শুনলাম ও একটা চিঠি দিয়েছে। ও টেস্ট বেশ কিছু দিন খেলবে না। এটা ৬-৭ মাস হবে, এক্স্যাক্ট মনে নেই, তখন মনে হয়েছিল ৬ মাস। পরে শুনলাম আরও লম্বা। সাকিবকে জিজ্ঞেস করলাম। আমি শুনলাম ঐ সময় আমাদের দুইটা সিরিজ আছে। তখন ওর আইপিএল। আমি তখন বললাম- ‘দক্ষিণ আফ্রিকা সফরে না খেললেও শ্রীলঙ্কার সাথে খেলা উচিৎ, যেহেতু ঘরের মাঠে খেলা।’ ও সাথে সাথে রাজি হল। বলল- ‘হ্যাঁ আমি খেলব। এবার তো অনেকগুলো খেলা, অল্প কিছু মিস করব, কোনো অসুবিধা নেই,’ যোগ করেন পাপন।
‘কাল এগারোটার দিকে জালাল ভাই ফোন করে বলল- ‘সাকিব ফোন করে বলল ও এয়ারপোর্টে, ও নাকি দুবাই যাচ্ছে। আমাকে বলল ও মেন্টালি ও ফিজিক্যালি ফিট না দক্ষিণ আফ্রিকা সফরের জন্য।’ আমি জিজ্ঞেস করলাম- ‘আপনি কী বললেন?’ জালাল ভাই বললেন, ‘আমি বললাম ২ দিন সময় নাও, ২ দিন চিন্তাভাবনা করে জানাও।’
তখন বিসিবি সভাপতি সাকিব যে সিদ্ধান্তই নেন না কেন তা লিখিত আকারে জানানোর জন্য জালাল ইউনুসকে বলেন।
সাকিব আল হাসান যে কয়টি বিষয় নিয়ে আলোচনায় থাকেন তার মধ্যে একটি হল টেস্ট খেলা থেকে নিজেকে অনেক সময় দূরে রাখা । তিন বছর পর সর্বশেষ মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্টে দেখা যায় বিশ্বসেরা অলরাউন্ডারকে । এবারও টেস্ট খেলা বা না খেলা নিয়ে আলোচনায় সাকিব।