গুলশানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অভিনেতা খায়রুল বাসারসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের জুনায়েদ বোগদাদী ও নাফিজের অবস্থা আশঙ্কাজনক। তারা আইসিইউতে ভর্তি আছেন।
আজ ২৭ আগস্ট শুক্রবার সকালে গুলশান থানার উপ-পরিদর্শক মো সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। চালক অতিরিক্ত গতির কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়। এ ঘটনায় চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে ইউনাইটেড হাসপাতালে ডিউটি ম্যানেজার মো. মতিয়ার বলেন, আহতদের মধ্যে দুজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আইসিইউতে যারা ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থা ভালো নয়, তাদের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের জুনায়েদ বোগদাদী ও নাফিজ।
তিনি আরও বলেন, বাকি তিনজনের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে, তারা আশঙ্কামুক্ত। তারা সাধারণ বেডে চিকিৎসাধীন রয়েছেন।