ব্রাজিলের মাঠ এরিনা বিআরবি মানে গারিঞ্চা স্টেডিয়ামে শুক্রবার সকালে কলম্বিয়ার সঙ্গে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। শুরুতে রাফিনহার পেনাল্টিতে এগিয়ে গেলে প্রথমার্ধের শেষদিকে সমতায় ফেরে কলম্বিয়া। ম্যাচের এক পর্যায়ে পয়েন্ট ভাগাভাগির সম্ভাবনা জেগেছিল। শেষ মুহূর্তে ভিনিসিয়াস ত্রাতা হয়ে আসেন। তার ম্যাজিকে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
পুরো ম্যাচে ৫২ শতাংশ সময় বল দখলে রেখে ১৬ শট নেয় ব্রাজিল। যার ৭টি ছিল গোলমুখে। বিপরীতে ১০ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পেরেছিল কলম্বিয়া।
চতুর্থ মিনিটে কলম্বিয়ার পেনাল্টি বক্সে ফাউলের শিকার হন ভিনি। রাফিনহা ষষ্ঠ মিনিটে স্পটকিক থেকে গোল করেন। ৪১ মিনিটে লুইস দিয়াজ কলম্বিয়াকে সমতায় ফেরান। হামেস রদ্রিগেজের সহায়তায় গোল করে কলম্বিয়াকে স্বস্তি এনে দেন তিনি। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
শেষ বাঁশি বাজার এক মিনিট আগে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা ভিনি। তার শট এক ডিফেন্ডারের মাথায় লেগে জালে জড়ানোর সাথে সাথেই উল্লাসে ভাসে ব্রাজিল। ২-১ গোলের জয় সঙ্গী করে আর্জেন্টিনার মাঠে ২৬ মার্চের সুপার ক্ল্যাসিকোতে নামতে চলেছে তারা।
আগের দুটি ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের সঙ্গে ড্র করেছিল ব্রাজিল। কলম্বিয়ার সঙ্গে জিতে টেবিলের সেরা চারে উঠে গেল। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে উরুগুয়েকে টপকে দুইয়ে উঠে গেছে ব্রাজিল। শীর্ষ দল আর্জেন্টিনার (২৫) চেয়ে এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট পেছনে তারা।