গত সোমবার ‘ফার্স্ট পোস্ট’এর একটি অনুষ্ঠানে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, বিভিন্ন দেশে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অংক এ বারেই প্রথম ২১ হাজার কোটি রুপি ছুঁয়েছে।
রাজনাথ জানিয়েছেন, ভারতের লক্ষ্য ২০২৪-২৫ অর্থবর্ষে এই অংক ৩৫ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া। কেন্দ্রে মোদি সরকারের নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর প্রতিরক্ষা সামগ্রী বিক্রির উপরে ভারত বিশেষ নজর দিয়েছে বলেও দাবি করেন তিনি।
২০১৩-১৪ সালে অস্ত্র বিক্রির পরিমাণ ছিল মাত্র ৬৮৬ কোটি রুপি। ২০২৩-২৪ সালে সেটাই পৌঁছল ২১ হাজার ৮৩ কোটি রুপিতে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া, জাপান, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের মতো মোট ৩৪টি দেশকে বুলেট প্রতিরোধী জ্যাকেট সরবরাহ করে ভারত। ভারত থেকে বন্দুকের গুলি কেনে ১০টি দেশ।
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সের মতো দেশ ভারত থেকে প্রতিরক্ষা ক্ষেত্রে প্রয়োজনীয় বৈদ্যুতিক সামগ্রী কেনে। মরিশাস, মালদ্বীপ দ্রুতগতির জলযান কেনে ভারতের কাছ থেকে।
ভারত এবং রাশিয়া যৌথভাবে তৈরি করেছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভিয়েতনাম এই ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এই তালিকায় রয়েছে ইন্দোনেশিয়াও।