নকআউট পর্বের টিকেট আগেই নিশ্চিত করা জার্মানি ফ্রেইবুর্কে শনিবার রাতে ম্যাচের শুরু থেকেই তুমুল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। এরই ধারাবাহিকতায় প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৭৯ সেকেন্ডেই। ম্যাচের দ্বিতীয় মিনিটেই জার্মানদের এগিয়ে দেন জামাল মুসিয়ালা, জসুয়া কিমিখের ক্রস থেকে বল পেয়ে দারুণ এক হেডে বল জালে জড়ান মুসিয়ালা।
এরপর প্রথমার্ধেই জার্মানির হয়ে ব্যবধান ৩-০ করেন কাই হ্যাভার্টজ। ৩৭ মিনিটে ভার্টজের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন এ তারকা।
বিরতির পর জার্মানদের হয়ে জোড়া গোল করেছেন ভার্টজ। ম্যাচের ৫০ ও ৫৭ মিনিটে দুইটি গোল করেন বায়ার লেভারকুসেনে খেলা এ তারকা। এছাড়া ম্যাচের ৬৬ মিনিটে জালের দেখা পান লেরয় সানেও। সব মিলিয়ে তুমুল আক্রমণাত্মক ম্যাচ খেলা জার্মানি শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে ৭-০ গোলে। বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে ওঠেছে দলটি।