বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের ঋণ কর্মসূচির জন্য দুই ধরনের পদে চাকরি পাবেন ৬০০ জন। দেশের সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আবেদনপত্র পাঠাতে হবে চলতি মাসের ৩১ ডিসেম্বরের মধ্যে। কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর। পদের তালিকা ও দরকারি তথ্য ১. শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর (মাইক্রোফাইন্যান্স)। পদসংখ্যা: ২০০টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে স্নাতক; তবে বিবিএসম্পন্ন (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এমএস ওয়ার্ড ও ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতাসহ কম্পিউটারে টাইপিং স্পিড মিনিটে ইংরেজিতে ৪০ ও বাংলায় ৩০ থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর বেতন: ২৬,১০০ টাকা (শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা)।
২. ফিল্ড সুপারভাইজার (মাইক্রোফাইন্যান্স)। পদসংখ্যা: ৪০০টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক /স্নাতকোত্তর/সমমান। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর বেতন স্কেল: ২৩,৯৭৬ টাকা (শিক্ষানবিশকালে ১৮,৬৩০ টাকা)। নির্বাচনী পরীক্ষার ফি: ৩০০ টাকা। নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের সময় জামানত দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে টিএমএসএসের অফিসিয়াল ওয়েবসাইটে- tmss-bd.org