দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (১৯ নভেম্বর) মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ৫ ঘণ্টায় ৫ কোটি টাকার বেশি আয় করেছে দলটি।
রোববার সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।
দেশের আটটি বিভাগের জন্য পৃথক পৃথক বুথ করে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই ফরম বিক্রি করা হচ্ছে। এবার প্রতিটি ফরমের জন্য মনোনয়ন প্রত্যাশীদের গুনতে হচ্ছে ৫০ হাজার টাকা।
রোববার বিকেল ৩টা পর্যন্ত এক হাজার ৩টি ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি জানান, এ সময়ে দলের ফান্ডে এসেছে ৫ কোটি এক লাখ ৫০ হাজার টাকা।
আওয়ামী লীগের দফতর জানিয়েছে, বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ঢাকা বিভাগে ২২৭টি, চট্টগ্রামে ১৮৫টি, ময়মনসিংহে ৮৯টি, সিলেটে ৫২টি, খুলনায় ১৫৫টি, বরিশালে ৭৯টি, রংপুরে ৯৭টি এবং রাজশাহী বিভাগে ১১৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
এর আগে, শনিবার (১৮ নভেম্বর) প্রথম দিনে এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। দলের আয়ের খাতায় যোগ হয় ৫ কোটি ৩৭ লাখ টাকা।