নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে চলতি মৌসুমের শুরি থেকেই দুর্দান্ত খেলছে বার্সেলোনা। নতুন মৌসুমের প্রথম ৫ ম্যাচেই জয় পাওয়া কাতালান ক্লাবটি গতকাল রাতে খেলতে নেমেছিল ভিয়ারিয়ালের বিপক্ষে। রবার্ট লেভানডভস্কি-রাফিনহার জোড়া গোলে ৫ গোলের বড় জয় নিয়ে মাঠ ছড়েছে ফ্লিকের দল। তবে টানা ছয় ম্যাচ জিতলেও বার্সার অস্বস্তি হয়েই এসেছে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানের চোট।
চ্যাম্পিয়ন্স লিগে হারের ক্ষত নিয়েই ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নেমেছিল বার্সেলোনা। ম্যাচে প্রথম গোলের দেখা পেয়েছিল ভিয়ারিয়ালই। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়। ১২ মিনিটে দারুণ শট নিয়েছিলেন লামিনে ইয়ামাল। তবে গোলরক্ষক তা প্রতিহত করেন। এরপর এ তারকার নেয়া একটি শট ফিরে আসে পোস্টে লেগে।
তবে কয়েকবার সুযোগ হারালেও গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ২০ মিনিটে পাবলো তোরের বাড়ানো বলে দারুণ এক গোল করেন লেভানডভস্কি। পোলিশ এই তারকা এরপর দ্বিতীয় গোলটি করেছেন ম্যাচের ৩৫ মিনিটে।
দুই গোলে পিছিয়ে পড়ার মিনিট তিনেক পরেই প্রথম গোলের দেখা পায় ভিয়ারিয়াল। ম্যাচে সেই একবারই জালের দেখা পেয়েছে দলটি। এদিকে প্রথমার্ধের শেষদিকে এসে লাফিয়ে বল ধরে মাটিতে পড়ে হাঁটুতে চোট পান টের স্টেগেন, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
এদিকে দ্বিতীয়ার্ধেও একটি গোলের দেখা পেয়েছিল ভিয়ারিয়াল। তবে ফসাইডের কারণে তা বাতিল হয়। ৫৮ মিনিটে গোলের দেখা পান তোরে। লেভানডভস্কির প্রথম গোলে সহায়তা করা এই তারকা পেদ্রির পাস থেকে বল পেয়ে জ্রালো শটে লক্ষ্যভেদ করেন।
এদিকে আগেই দুই গোল করা লেভানডভস্কি এদিন হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন। লামিনে ইয়ামালকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল বার্সা, তবে স্পটকিক থেকে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন পওলিশ তারকা। এদিকে ম্যাচের ৭৪ মিনিটে বার্সেলোনার হয়ে চতুর্থ গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। পরে ৮৩ মিনিটে আরও একবার জালের দেখা পান তিনি। শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ের মৌসুমে ৬ ম্যাচ খেলে সবকটিতেই জয়ী কাতালান ক্লাবটি, ১৮ পয়েন্ট নিয়ে তারা আছে লালিগার শীর্ষে। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।