আজ মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আপনি যদি শুধু পরিসংখ্যান দেখেন, এটা ছিল ভালো খারাপের সংমিশ্রণ। আমরা পাকিস্তানে দুটি সিরিজ জিতেছি, ভারতে দুটি টেস্টই হেরেছি। ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা করে টেস্ট জিতেছি আর হেরেছি। ঢাকায় আবার দুটি হোম সিরিজ হেরেছি। আবার টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের হারিয়েছি। এটা সংমিশ্রণ বলতে পারেন।’
তিনি আরও বলেন, ‘ভালো উইকেট একজন ভালো ব্যাটার পড়তে পারে। এই উইকেটে একজন ব্যাটার জানে কোথায় বল পড়লে কোন শট সে খেলবে। থামবে, না উঠবে, না নিচে নামবে। তখন কিন্তু সে ভয়ডরহীন শট খেলে। তবে সব সময় যে ব্যাটিং বান্ধব উইকেট বানাতে হবে ব্যাপারটা তা না। সেই অভ্যাসটা থাকতে হবে, ভয়ডরহীন ক্রিকেট খেলবেন।’
অল্প সময়েই যুগান্তকারী কিছু করা সম্ভব নয় জানিয়ে বিসিবির সভাপতি আরও বলেন, ‘ফলাফল চাইলে কিছু প্রক্রিয়ার মধ্যে যাওয়া দরকার। আমার ৪ মাস হয়েছে দায়িত্বের। আমরা যদি প্রক্রিয়াটা ঠিক করতে পারি তাহলে লজিক্যালি রেজাল্ট আসবে। এ জন্য একটু ধৈর্য ধরতে হবে। ৪ মাসে ম্যাজিক কিছু করা যাবে না।’