এমপিভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবিতে ৪ জুলাই যে কর্মসূচি দেয়া হয়েছিল তা স্থগিত করেছে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি (শউভাবাক)।
লকডাউনের কারণে কমিটি নেতৃবৃন্দের সিদ্ধান্তে জাতীয় প্রেস ক্লাবের সামনের এই কর্মসূচি স্থগিত করা হয়। লকডাউন শিথিল হলে নতুন তারিখ ঘোষণা করা ফের কর্মসূচি দেয়া হবে বলে জানানো হয়েছে।
শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরাম (বামাশিকফো)-এর সভাপতি উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা হতে এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে দ্রুত প্রজ্ঞাপন জারির জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা হতে বঞ্চিত করা হলে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে নিয়ে এর প্রতিবাদে গত ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও জাতীয় প্রেসক্লাবের সামনে উদযাপন করা হবে।