কাহালু- ৪ ( কাহালু ও নন্দীগ্রাম) আসনে ‘বাংলাদেশ কংগ্রেস পার্টি’ থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় হিরো আলম নিজে উপস্থিত ছিলেন না।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল চারটার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমা দেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ।
হিরো আলম মুঠো ফোনে বলেন, সুপ্রিম পার্টির নামে ভুল করে মনোনয়ন তুলেছিলাম। পরে সেখান থেকে নাম সরিয়ে বাংলাদেশ কংগ্রেস নামের দল থেকে মনোনয়ন দাখিল করেছি। এ দলে এবার আমার মার্কা ডাব।
উল্লেখ্য গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলেম। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন তিনি।