মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ুন রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে উক্ত ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার বিদ্যমান সভাপতিগণকে এতদ্বারা অপসারণ করিল।”
বাংলাদেশে মোট অনুমোদিত ফেডারেশন আছে ৫৫টি। ফুটবল ও ক্রিকেট ছাড়া এখনও সভাপতি বদল করা হয়নি হকি ও সুইমিং ফেডারেশনে। এই দুটি ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদের অংশ এবং সরকারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চাইলে এখানেও পরিবর্তন আনতে পারবেন।
এর আগে দাবা ও কাবাডি ফেডারেশনের সভাপতিকে অপসারশনের পাশাপাশি ব্রিজ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছিল।