ফুটবলের জনপ্রিয় আসর ফিফা বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। যৌথ ভাবে এ টুর্নামেন্ট আয়োজন করবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। তবে এর আগেই আরও এক বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে আমেরিকা। ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপের আয়োজক হিসেবে মনোনীত হয়েছে দেশটি। আর এবারের আসরেই প্রথম ৩২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রতিযোগীতা।
ফিফার হাত ধরে ক্লাব বিশ্বকাপের প্রথম প্রচলন হয় একবিংশ শতকের শুরুতে, ২০০০ সালে। বিশ্বের নামীদামী সব ক্লাব এতে অংশ নিলেও তেমন জনপ্রিয়তা হয়নি তাঁর। তাই এবার এর খোলনলচেই বদলে ফেলছে বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এ বছরের শুরুতে সিদ্ধান্ত নেয়া হয়, ২০২৫ সাল থেকে ৩২ দলের অংশ গ্রহণে আয়োজিত হবে টুর্নামেন্টটি।
অংশ নেয়া ৩২ টি দলের মধ্যে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব থাকবে। এছাড়া ওশেনিয়া মহাদেশ থেকে একটি এবং স্বাগতিক দেশের একটি করে দল সুযপগ পাবে এতে অংশ নেয়ার। আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে যেসব দল ২০২১ থেকে ২০২৪ সময়ের মধ্যে মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে, আগামী আসরে তাদের জায়গা নিশ্চিত হয়েছে বলেও জানানো হয়েছে।
ফিফা ক্লাব বিশ্বকাপের সবশেষ আসর অনুষ্ঠিত হয়েছে এ বছরের ফেব্রুয়ারীতে। মরক্কোতে অনুষ্ঠিত হওয়া সে আসরে অংশ নিয়েছিল মোট ৭ টি দল। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে জায়গা নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার সিটি, পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো, মন্তেরি (মেক্সিকো), লিওন (মেক্সিকো), আল আহলি (মিসর), ওয়াইদাদ কাসাব্লাঙ্কা (মরক্কো), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান) ও আল হিলালের (সৌদি আরব)।
এদিকে ক্লাব বিশ্বকাপের আগে আরও একটি বড় টুর্নামেন্টের আয়োজনের সুযোগ পাবে আমেরিকা। ২০২৪ সালের কোপা আমেরিকা প্রতিযোগীতাও অনুষ্ঠিত হবে লিওনেল মেসির নতুন ঠিকানার দেশটিতেই। উল্লেখ্য, মেসির যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিকেই নিজের পরবর্তী গন্তব্য হিসেবে নিশ্চিত করেছেন। আগামী জুলাইয়ে মিয়ামির হয়ে তাঁর অভিষেক ম্যাচ খেলার কথা রয়েছে।