ঢালিউডের জনপ্রিয় নায়িকা রোজিনা বাংলা চলচ্চিত্রে একের পর এক উপহার দিয়েছেন সুপারহিট সিনেমা। গুণী এই নায়িকার শৈশব-কৈশরে বেড়ে উঠেছেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়।
শৈশবের স্মৃতি বিজড়িত গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন একটি মসজিদ তৈরি করেছেন তিনি। তুরস্কের নকশায় করা মসজিদটির নাম দিয়েছেন তিনি নিজের মায়ের নামে-‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’। টানা দুই বছরে নির্মাণ কাজ শেষ করে শুক্রবার (১ এপ্রিল) জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে এ মসজিদের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, বাংলা চলচিত্রের অন্যতম নায়ক ইলিয়াস কাঞ্চন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সাবেক মেয়র শেখ মো. নিজাম প্রমুখ। এছাড়া ঢাকাই চলচিত্রের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মসজিদ নির্মাণ প্রসঙ্গে নায়িকা রোজিনা বলেন, ‘জম্মভূমির কথা আমার সব সময় মনে পড়ে। শত ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। তারপরও আমার সমস্ত অনুভূতি জুড়ে আমার এই জন্মভূমি। সেই অনুভূতি থেকেই বাড়ির সামনে দৃষ্টিনন্দন মায়ের নামে মসজিদটি নির্মাণ করছি।’
তিনি আরও বলেন, এখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তাও আছে। সকলের সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করব।
এসময় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘রোজিনা তার এলাকায় এত্ত সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছে আসলেই এটা ভালো কাজ। রোজিনা খুবই ভালো মনের একজন মেয়ে। আমরা একত্রে অনেকগুলো সিনেমায় কাজ করেছি। দৃষ্টিনন্দন এই মসজিদ নির্মাণ করাতে এলাকাবাসীর জন্য অনেক খুশির খবর। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি রোজিনার মতো যেন সবাই তৌফিক অনুযায়ী ইসলামের পথে সহযোগিতা করে।’
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এমপি কাজী কেরামত আলী বলেন, ‘গোয়ালন্দের জন্য আজ একটি আনন্দের দিন। রাজবাড়ীসহ সারা বাংলাদেশের কৃতি সন্তন নায়িকা রোজিনা। তার একটি আশা ছিলো একটি দৃষ্টিনন্দন মসজিদ বানাবেন, তিনি সেটি নির্মাণ করেছেন। আমি দোয়া করি রোজিনা যেন রাজবাড়ীবাসীর জন্য আরও উন্নয়নমূলক কাজ করতে পারে।’