সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীর উপলক্ষে কাঙ্গালি ভোজ শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে দলটির সিনিয়র নেতাসহ অনেক নেতাকর্মীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া আত্মগোপনে যান দলটির সব নেতা।
সম্প্রতি বিএনপি নেতারা নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনসহ নানা দাবিতে আবারও আন্দোলনের চিন্তা করছে। সে ব্যাপারে বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘২৮ তারিখে তারা যেভাবে পালিয়ে গেছে, আবারও ওই রকম কিছু করতে গেলে পালাতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। এবারের জাতীয় নির্বাচনে নৌকা মার্কা ছিল। এর বাইরে যারা স্বতন্ত্র করতে চেয়েছে তাদেরকেও অনুমতি দেওয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলার বিভিন্ন সাংসদ সদস্যসহ জেল প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।