ইংলিশ প্রিমিয়ার লিগে ১৪ মিনিটের এক ঝড়ে লিভারপুলকে লন্ডভন্ড করে দিয়ে ৩-২ গোলে জিতেছে ফুলহাম। ২৬ ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেলেও এখনও নিকট প্রতিদ্বন্দ্বী আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে লিভারপুল।
রোববার (৬ এপ্রিল) লন্ডনে ঘরের মাঠে লিগের পয়েন্ট তালিকার শীর্ষ দল লিভারপুলকে হারের সেই স্বাদ উপহার দিল ফুলহাম।
ম্যাচের ১৪ মিনিটে লিভারপুলকে অ্যালিস্টার ম্যাক অ্যালিস্টার এগিয়ে দেন। পরে লিভারপুলের রক্ষণভাগের দুর্বলতা সুযোগ নিয়ে ঝড় বইয়ে দেয় ফুলহাম। ২৩ থেকে ৩৭ এই ১৪ মিনিটে গোল করে ফুলহামকে ৩-১ গোলে এগিয়ে দেন রায়ান সেসেগনন, অ্যালেক্স আইওবি ও রদ্রিগো মুনিজ।
এরপর খেলায় দুর্দান্তভাবে ফিরলেও মাত্র একটি গোলই শোধ করতে সক্ষম হয় লিভারপুল। তবে ৭২ মিনিটে লুইস দিয়াজ ব্যবধানটা ৩-২ করার পর ফুলহামের রক্ষণে গিয়েই বারবার খেই হারিয়ে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে দলটি। তারপরও সাত ম্যাচ হাতে রেখে আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে লিভারপুল।