শেখ হাসিনা দেশ ছাড়ার পর গণভবনের গেট ছেড়ে যেন নিরাপত্তাবাহিনী। এ সময় সাধারণ মানুষ গণভবনে প্রবেশ করে। তবে ২৪ ঘণ্টা পর গণভবন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেল পৌনে তিনটায় গণভবন এলাকা থেকে সাধারণ মানুষকে বের করে দেওয়া হয়। এরপর গণভবনকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় সেনারা।
সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সকালেও গণভবনের ভেতরে ছিল হাজার হাজার সাধারণ মানুষ। অনেকে এসেছিলেন গণভবনের ভেতরের অংশটা দেখতে, কেউ এসেছিলেন গণভবনের ভেতরে থাকা মালামাল নিয়ে যেতে।
তবে এদিন দুপুরের আগেই গণভবনের মূল ফটক বন্ধ করে দেয় সেনা সদস্যরা৷ তবে কেউ প্রবেশ করেছেন প্রাচীর ডিঙিয়ে। আবার গতকাল গণভবনের দেয়াল ভেঙে ফেলে সাধারণ মানুষ। সেই ভাঙা অংশ দিয়ে গণভবনে প্রবেশ করতে দেখা যায় শত শত মানুষকে। তবে সে অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
গণভবনের মূল অংশ, গণভবন কমপ্লেক্স ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেয় সেনা সদস্যরা। একই সঙ্গে ভেতরের সবাইকে বাইরে বের করে দেওয়া হয়।
একই সঙ্গে জাতীয় সংসদ ভবন ও গণভবনের মধ্যবর্তী সড়কে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে সোমবার বিকেল পৌনে তিনটায় গণভবন এলাকায় নিরাপত্তা বলয় ভাঙেন আন্দোলনকারীরা। এরপর গণভবনের মূল ফটক দিয়ে প্রবেশ করেন সরকারপ্রধানের বাস ভবনে।
গণভবনে প্রবেশ করেই বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও মালামাল নিয়ে যান বিক্ষুব্ধ জনতা। এ সময় গণভবনের নিরাপত্তা কাজে নিয়োজিত এসপিবিএন সদস্যদের দেখা যায়নি। ঘটনার ২৪ ঘণ্টা গণভবনের দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।