দক্ষিণ আফ্রিকা এবং ভারত- দুই দলেরই ২০২৩ সাল ছিল আক্ষেপের। ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাটিতে টানা সব ম্যাচ জিতেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হারায় ভারত। অন্যদিকে সেমিফাইনালে আরও একবার স্বপ্ন ভাঙে টুর্নামেন্টজুড়েই দাপুটে ক্রিকেট খেলা প্রোটিয়াদের। গত বছরে দুই দলেরই এমন হতাশার টুর্নামেন্টের পর নতুন বছরের শুরুটাও ভালো হল না কারো জন্যই।
দক্ষিণ আফ্রিকা-ভারত কেপটাউন টেস্ট দিয়েই কাল শুরু করেছে নতুন বছরের খেলা। দুই দলের এই ম্যাচেই ঘটেছে অদ্ভুত সব ঘটনা। দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ব্যবধানে হারের পর প্রবল প্রতাপে ঘুরে দাঁড়ায় ভারত। মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে প্রোটিয়ারা অলআউট মাত্র ৫৫ রান করেই। এরপর ব্যাটিংয়ে নেমে দারুণ খেলছি রোহিত শর্মার দল। ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছিল ১৫৩ রান।
এরপরেই শুরু হয় :বিপর্যয়। মাত্র ১১ বলের ব্যবধানে স্কোরবোর্ডে আর কোনো রান যোগ না করেই ৬ উইকেট হারিয়ে ১৫৩ রানে অল আউট হয় ভারত। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ৬২ রান তুলে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা।
ফলে কেপটাউনে কাল ম্যাচের প্রথম দিনেই দেখা মিলেছে ২৩ উইকেটের গত ১২২ বছরের ইতিহাসে যা রেকর্ড। এদিকে এমন কাণ্ড দেখে সাধারণ দর্শকদের মত অবক হয়েছে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এ নিয়ে সামাজিক মাধ্যম এক্সে টুইটও করেছেন তিনি।
শচীন লিখেন, ‘২৪ এর ক্রিকেট শুরু হল একদিনেই ২৩ উইকেটের পতন দিয়ে। অকল্পনীয় ঘটনা!’ তিনি আরও লিখেন, ‘দক্ষিণ আফ্রিকা যখন অলআউট হয় তখন আমি ঘরে ফেরার বিমান ধরি। আর এখন যখন আমি বাসায় পৌছুলাম, টিভিতে দেখছি প্রোটিয়ারা ৩ উইকেট হারিয়েছে। আমি কি তাহলে কিছু মিস করেছি?’