দীর্ঘ সময় ক্রিকেটে নিজেদের টালমাটাল অবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে জিম্বাবুয়ে। আর তাতে বেশ সফলও হয়েছে দলটি। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে তারা। ফলে গ্রুপে শীর্ষ স্থান ধরে রেখে সুপার সিক্সে ওঠেছে ক্রেগ আরভিনের দল। এদিকে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে দুই জায়গার লড়াইয়ের জন্য ‘এ’ গ্রুপের আজ শেষ ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় স্বাগতিকরা। যেখানে টসে হেরে ব্যাট করতে নেমে শন উইলিয়ামসনের ঝড়ো ১৭৪ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ৪০৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
এদিকে এই রান করতে যেয়ে জিম্বাবুয়ে তাদের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন। কেননা একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত অধিনায়ক শন উইলিয়ামসনদের সর্বোচ্চ রান ছিলো ৩৫১। যা ২২ বছর আগে অর্থাৎ ২০০১ সালে কেনিয়ার বিপক্ষে করেছিলো তারা। আজ সেই রান টপকে তাদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান করে স্বাগতিকরা।