২০ রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের বকেয়া বেতন, পূর্ণাঙ্গ ঈদ বোনাস ও এপ্রিল মাসের অর্ধেক বেতন পরিশোধ করাসহ ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা করার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সমাবেশ ও মিছিলে এসব দাবি জানানো হয়। সমাবেশ শেষে সংগঠনের নেতারা মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে পল্টন মোড় পর্যন্ত যান।
সভাপতির বক্তব্যে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মন্টু ঘোষ বলেন, শ্রমিকদের মহার্ঘ্য ভাতা দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকার বারবার এ কমিটি সে কমিটি করছে; কিন্তু কোনো কাজই হচ্ছে না।
রানা প্লাজার মালিকের জামিন বিষয়ে মন্টু ঘোষ বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজার দুর্ঘটনা। কিন্তু সেই রানা প্লাজার সোহেল রানাকে গতকাল হাইকোর্ট জামিন দিয়েছেন। আমি সরকারের আইনজীবীদের কাছে দাবি জানাতে চাই, আগামী রোববারের মধ্যে যেন এ জামিন আদেশ স্থগিতের ব্যবস্থা করা হয়। এই মালিক এক হাজারেরও বেশি শ্রমিককে হত্যা করেছেন। তার জামিন হওয়ার কোনো কারণ নেই। তাকে বাঁচানোর জন্য সরকার ১০ বছরেও তার মামলা শেষ করছে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাতে চাই।
সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান শামীম। এ সময় আরও উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জলি তালুকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।