ফুটবল খেলায় জয় কি জিনিস সেটা প্রায় ভুলেই গিয়েছিল সান মারিনো। ২০০৪ সালে প্রীতি ম্যাচে লিখেনস্টাইনকে হারানোর পর ২০ বছরে একটিও ম্যাচ জিততে পারেনি সান মারিনো। ২০ বছর জয়হীন থাকার পর গত সেপ্টেম্বরে প্রথম জয়ের দেখা পায় দলটি।
এই ম্যাচেও সান মারিনোর প্রতিপক্ষ ছিল লিখেনস্টাইনই। নিজেদের ইতিহাসের প্রথম জয় পাওয়া প্রতিপক্ষের বিপক্ষে এসেই আবার জয়ের দেখা পেয়েছে সান মারিনো। তবে এই জয়ের আরও একটি বিশেষ দিক আছে সান মারিনোর জন্য।
এর আগে দুইবারই সান মারিনো জিতেছিল নিজেদের ঘরের মাঠে। তবে এবার জয় পেয়েছে প্রতিপক্ষের মাঠে। ইতিহাসে এই প্রথম প্রতিপক্ষের মাঠে জয় পেয়েছে দলটি। একই সঙ্গে এবারই প্রথম এক ম্যাচে তিন গোল করতে পেরেছে সান মারিনো।
লিখেনস্টাইনকে ৩-১ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগে প্রমোশনও পেয়েছে দলটি। ঐতিহাসিকে এই জয়ের ম্যাচে সান মারিনোর হয়ে গোল করেছেন লরেঞ্জো লাজ্জারি, ন্যান্নি ও গোলিনুচ্চি।