২০ ডিসেম্বরের পর দেশে শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (১৩ ডিসেম্বর) রাজধানীর তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ একে রুহুল কুদ্দুস বলেন, আজ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে।
তিনি বলেন, গতকাল বিকেলে ঢাকায় বাতাস ছিল। গতকালের চেয়ে তাপমাত্রাও ২ ডিগ্রি কমেছে আজ। গতকাল ঢাকায় তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস আর আজ ১৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। অন্যদিকে আজকে তেঁতুলিয়ায় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল তেঁতুলিয়ায় ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তেঁতুলিয়ায় তাপমাত্রা কমলেও এক কেন্দ্রের পূর্বাভাস দিয়ে শৈত্যপ্রবাহ বলা যায় না।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেছিলেন, বর্তমানে আবহাওয়া ভালো আছে। কোনো বৃষ্টি নেই, শীত পড়ছে। শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। বর্তমানে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি আছে। এর নিচে নামলেই শৈত্যপ্রবাহ বলা হয়। বর্তমানে তেঁতুলিয়ায় তাপমাত্রা কম বা ১০ ডিগ্রির কাছাকাছি।
মো. শাহিনুল ইসলাম বলেন, ঢাকায় আপাতত তাপমাত্রা কমবে না। ঢাকায় তাপমাত্রা কমলেও ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা আপাতত কম। ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসলেও সেটা ২০ ডিসেম্বরের পরে আসবে। এই মাসের মাঝামাঝিতে দেশে শৈত্যপ্রবাহ বইতে পারে। আপতত বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই।