নতুন উদ্যোমে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে ফানুস, আতশবাজিসহ বিভিন্ন আয়োজনে ইংরেজি নববর্ষ পালনে ষোলকলা পূর্ণ করেছে সবাই। এবার ছক কষার পালা। এরইমধ্যে নতুন বছর নিয়ে পরিকল্পনা ঢাকা মেইলের সঙ্গে ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তমা মীর্জা ও অভিনেতা ফারহান আহমেদ জোভান।
ভিন্নধর্মী কাজে নিজেকে মেলে ধরতে চান মেহজাবীন
আমার চাওয়া নিজেকে ভিন্নভাবে ভিন্ন ভিন্ন কাজে মেলে ধরতে যেন পারি। সব ধরনের দর্শকের মন ছুঁয়ে যায় এরকম কাজে নিয়ে আসতে চাই। শরীরের যত্ন নিতে চাই। খুব বেশি অবহেলা করা হয়। পরিবারের সঙ্গে সময় কাটাতে ও ঘুরতে যেন পারি। একজন শিল্পীর জীবনে বেশি চাওয়া পাওয়া থাকে না। ভালো কাজের আকাঙ্ক্ষা, পরিবার ও আশেপাশের সবার ভালো কামনা, দর্শককে ভালো কাজ উপহার দিতে চাওয়া— মনে হয় না এর বাইরে কিছু চাওয়ার আছে।
২০২৫ হবে তমার ব্যস্ততম বছর
আগেই বলেছি ২০২৪ -এ বেছে বেছে কাজ করব যেগুলো পঁচিশে আসবে। সেটাই হচ্ছে। ২৪ এ বছর যেসব কাজে চুক্তিবদ্ধ হয়েছি সেসবের কয়েকটির শুটিং শেষ হয়েছে। এ বছর আসবে। এছাড়া এ বছর যেগুলোর শুটিং শেষ হবে যেগুলোও হয়তো চলতি বছরই আসবে। ‘দাগি’র যেমন আগেই ঘোষণা এসেছে। কিছু আছে কাজ শেষে ঘোষণা আসবে। সব মিলিয়ে ২৫ আমার অন্যতম ব্যস্ততম বছর হতে যাচ্ছে।
দুঃসাহসী পদক্ষেপ নেবেন জোভান
নতুন বছর নিয়ে সবারই প্রত্যাশা-পরিকল্পনা থাকে। আমারও আছে। চেষ্টা করব কাজের জায়গায় আরও ভালো করতে, নিজেকে আলাদা করে তুলে ধরতে। মানুষ হিসেবে নিজেকে আরও ভালো করার চেষ্টা থাকবে। রাগ, ভয়ভীতি কমিয়ে দুঃসাহসী কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব।