২০২১ সালে সর্বোচ্চ ৬২ হাজার ৫শ’ জন শরণার্থী পাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ। সোমবার এ ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী বছর এ সংখ্যা ১ লাখ ২৫ হাজারে উত্তীর্ণ করা হবে বলেও জানান তিনি। ডোনাল্ড ট্রাম্পের আমলে রেকর্ড সর্বনিম্ন ১৫ হাজার শরণার্থীকে আশ্রয়ের নীতি গ্রহণ করা হয়।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৬০ হাজারের মতো শরণার্থীকে প্রবেশের অনুমতি দেয়ার কথা থাকলেও ক্ষমতা গ্রহণের পর সে অবস্থান থেকে সরে আসেন বাইডেন। ঘোষণা দেন ট্রাম্পের নীতিকেই অনুমোদনের। তবে নিজ দল আর শরণার্থী সংস্থাগুলোর সমালোচনার মুখে সিদ্ধান্ত বদল করেন বাইডেন। গত মাসেই ঘোষণা দেন শরণার্থী গ্রহণের সর্বোচ্চ সীমা বৃদ্ধির।