দীর্ঘ ১৬ বছর পর জার্মানির চ্যান্সেলর পদ থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অ্যাঙ্গেলা মার্কেল। মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টারের কাছ থেকে গ্রহণ করেন তার অব্যাহতি পত্র। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে ভারপ্রাপ্ত হিসেবে।
এর আগে নির্বাচিত প্রতিনিধিদের রায়ে পার্লামেন্টারি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আরেক নারী ওলাফ শোলজ। সাবেক এ অর্থমন্ত্রীসহ সদ্যবিলুপ্ত জার্মান মন্ত্রিসভার সব সদস্যই অব্যাহতি পত্র গ্রহণ করেছেন এদিন। গত ২৬ সেপ্টেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় দেশটিতে। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মধ্য-বামপন্থি এসপিডি’ এখন চেষ্টা চালাচ্ছে গ্রিন পার্টি ও ফ্রি ডেমোক্র্যাটদের সাথে জোট গঠনে। এর মধ্য দিয়ে মার্কেলের নেতৃত্বাধীন রক্ষণশীলদের চার মেয়াদের শাসনের অবসান হবে।