রাশিয়ার দূরপ্রাচ্যের স্থানীয় সরকার জানিয়েছে, কামচাটকা উপদ্বীপে ১৬ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আরোহীদের মধ্যে অধিকাংশই পর্যটক ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলছেন, এ ঘটনায় ৯ জনকে উদ্ধার করা গেলেও বাকি সাতজনের কোনও হদিশ নেই। তারা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ক্রোনোতস্কি ন্যাচার রিজার্ভের কুড়িল হ্রদে বিধ্বস্ত হয় এমআই-৮ হেলিকপ্টারটি। প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই হেলিকপ্টারে তিনজন ক্রু এবং ১৩ জন যাত্রী ছিল। তারা সবাই পর্যটক বলে জানা গেছে।
ঘটনাস্থলে ৪০ জন উদ্ধারকর্মী এবং ডুবুরিকে পাঠানো হয়েছে। মস্কো থেকে ৬ হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত কামচাটকা। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নয়জনকে উদ্ধার করা হয়েছে। ওই সূত্রটি ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সিকে জানিয়েছে, নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
তবে আরোহী বাকি সাতজনের ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকি রাশিয়ান ইনভেস্টিগেশন কমিটি জানিয়েছে, এ ঘটনায় এয়ার সেফটি রুলস ভঙ্গ হওয়ায় তদন্ত শুরু করেছে তারা। রাশিয়ায় আকাশপথে যেকোনো দুর্ঘটনার তদন্ত করে এই কমিটি। ভিতইয়াজ-অ্যারো হেলিকপ্টারটি পর্যটকদের খোদুতকা আগ্নেয়গিরিতে নিয়ে যাচ্ছিল। ওই আগ্নেয়গিরিটি পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের কাছাকাছি অবস্থিত। কামচাটকা অনেক বড় একটি অঞ্চল হলেও সেখানে খুব অল্প মানুষ বাস করে। তবে আগ্নেয়গিরি এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সেখানে প্রায়ই যান পর্যটকরা