করোনার কারণে অনেকদিন ধরেই ঝিমিয়ে ছিলো নারীদের ফুটবল। মাঝে নারীদের লিগ মাঠে গড়ালেও একপেশে লিগ তেমন একটা আলো ছড়াতে পারেননি ফুটবলাররা। ১৫ মার্চ থেকে বাংলাদেশ গেমস আবারো মাঠে সরব হচ্ছেন নারীরা।
এবারের বাংলাদেশ গেমসের বাছাইয়ে ৭ ভেন্যুর ৭ চ্যাম্পিয়নের সঙ্গে চূড়ান্ত পর্বে লড়বে আনসার ও ভিডিপি।
বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আকতার কিরণ জানান, বাংলাদেশ গেমসের জন্য জেএফএ কাপ অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৫ মার্চ থেকে। ৭ ভেন্যুর ৭ চ্যাম্পিয়নের সঙ্গে লড়বে আনসার ও ভিডিপি। ২৫ মার্চের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে আট দল। আশা করছি ২৯ মার্চ থেকেই ফুটবল ইভেন্ট শুরু করতে পারবো। জেএফ এ কাপ থেকে প্রতিশ্রুতিশীল ফুটবলারদের ক্যাম্পে সুযোগ দেয়া হবে। করোনার কথা মাথায় রেখে ভ্যাকসিন দেয়ার চেষ্টা করবে বাফুফে। মাহফুজা আকতার কিরণ জানান, করোনার কথা মাথায় রেখে অবশ্যই ফুটবলারদের খেলার আগে ভ্যাকসিন দেয়া হবে। অলিম্পিক তাদের জন্য যে আবাসনের ব্যবস্থা করবে, সেখানে তারা ২৫ মার্চের মধ্যেই চলে আসবে।
এতো গেল বাংলাদেশ গেমস নিয়ে পরিকল্পনার কথা। গেল বছর ম্যারমেরে নারী লিগ নিয়ে নানা সমালোচনা শুনতে হয়েছে বাফুফে’কে। এবার বসুন্ধরার সঙ্গে এসেছে আরো দুটি দল। আতাউর রহমান ভুঁইয়া মানিক একাডেমি ও শেখ রাসেল। দলবদলও শুরু হয়ে গেছে এরইমধ্যে। বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আকতার কিরণ জানান, গেলবার নারীদের লিগটা ভাল হয়নি। তবে, এবার আর তা হচ্ছে না। ৯ দল নিয়ে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ হবে। এরইমধ্যে দলবদল শুরু হয়ে গেছে। করোনার কারণে মার্চে নারীদের আন্তর্জাতিক আসর আয়োজন করতে না পারলেও সেপ্টেম্বরে পরিকল্পনা আছে বলেও জানিয়েছে বাফুফে।