এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত ও কাঙ্ক্ষিত সিনেমা ‘শামসেরা’। বড় বাজেটের সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২২ জুলাই। করন মালহোত্রা পরিচালিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর।
কদিন আগেই প্রকাশ হয় ‘শামসেরা’র ট্রেলার। যেখানে ডাকাত রূপে চমক দেখিয়েছেন রণবীর। এছাড়া সঞ্জয় দত্তের অভিনয়েও মুগ্ধ সকলে। ব্যতিক্রম গল্পের এই সিনেমা নিয়ে বলিউডপ্রেমীদের মনে প্রত্যাশার পারদ বেশ উঁচুতে।
জানা গেছে, ‘শামসেরা’ সিনেমার বাজেট ১৫০ কোটি রুপি। বিশাল এই বাজেটের মধ্যে রয়েছে অভিনয়শিল্পীদের পারিশ্রমিকও। ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে, সিনেমাটির জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন রণবীর কাপুর। সিনেমায় তাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে।
সঞ্জয় দত্ত অভিনয় করেছেন দারোগা শুদ্ধ সিং চরিত্রে। এর জন্য তিনি নিয়েছেন ৮ কোটি রুপি। সিনেমাটির নায়িকা বাণী কাপুর। তার পারিশ্রমিক ৫ কোটি রুপি।
‘শামসেরা’ প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। এতে একটি ডাকাত সম্প্রদায়ের গল্প উঠে আসবে। যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিল। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, আশুতোষ রানা, রনিত রায়, ত্রিধা চৌধুরী, সৌরভ শুক্লা প্রমুখ।
এই সিনেমার মাধ্যমে চার বছর পর বড় পর্দায় ফিরছেন রণবীর কাপুর। তার সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। যেটার নাম ‘সঞ্জু’। এটি বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল। সিনেমাটিতে তিনি সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছিলেন। এখন দেখার পালা, ডাকাত চরিত্রে কতটা সফল হতে পারেন কাপুর পরিবারের নতুন সুপারস্টার।