গত ১৪ বছরে রাজস্ব আহরণের পরিমাণ ছয় গুণ বেড়ে এখন তিন লাখ ৩৫ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আয়কর বিল, ২০২৩ পাসের জন্য তোলা হলে বিরোধী দলের সদস্যদের জনমত যাচাই প্রস্তাবের ওপর আলোচনায় অর্থমন্ত্রী এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
অর্থমন্ত্রী বলেন, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ সংশোধন করে এই বিলটি আনা হয়েছে। এতে যারা আয়কর দেন তারাসহ সংশ্লিষ্টরা উপকৃত হবেন। আমাদের প্রধানমন্ত্রী বারবার বলে আসছেন আমাদের কর রাজস্ব বাড়াতে হবে। তবে কারো ওপর জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। আমরা কাজটি করার জন্যই আইনটি নিয়ে এসেছি।
মন্ত্রী বলেন, আমরা ২০০৯ সালে যখন দায়িত্বভার নিই, তখন বছরে রাজস্ব আহরণের পরিমাণ ছিল ৫৯ হাজার কোটি টাকা। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, গত ১৪ বছরে আমাদের রাজস্ব আহরণ ছয় গুণ বেড়ে তিন লাখ ৩৫ হাজার কোটি টাকা হয়েছে। আমরা খুব খারাপ করেছি, বলব না, আবার খুব ভালো করেছি তাও বলব না। আমাদের আরও অনেক কিছু রয়ে গেছে। আমরা করের সীমানা বাড়াতে পারি। এই বছর শেষে দেখতে পাবেন, কী কী অর্জন করেছি।