দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত পর্যায়ে ১৪ দলীয় জোটের শরিকদের জন্য ছয়টি আসন ছেড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে ২৬ আসনে। বাকি ২৬৩ আসনে নৌকা প্রতীকে লড়বেন আওয়ামী লীগের প্রার্থীরা।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
বিপ্লব বড়ুয়া জানান, জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে ২৬টি আসনে৷ গত সংসদেও সমপরিমাণ আসন পেয়েছিল জাতীয় পার্টি।
১৪ দলের ছাড় পেয়েছেন যারা
বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী এ, কে, এম রেজাউল করিম তানসেন, রাজশাহী-২ আসনে বাংলাদেশ ওয়াকার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বরিশাল-২ বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন এবং লক্ষ্মীপুর-৪ আসনে জাসদ প্রার্থী মোশারফ হোসেন।