পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩ রুটের বাসভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএ। এই ১৩ রুটের বাসগুলোর ঢাকার স্টেশন ধরা হয়েছে সায়েদাবাদ। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সরকার নতুন করে টোল আরোপ করলে বাস ভাড়া আরো বাড়বে।
বিআরটিএ পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার নতুন বাসভাড়ার এ তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। পরদিন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে দেশের দীর্ঘতম সেতুটি।
বিআরটিএ সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর টোল যোগ করার পর প্রায় সব রুটেই গড়ে ১০ টাকা করে ভাড়া বাড়ছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্ধারণ করা দূরত্বের তালিকা ধরে বিআরটিএ বাসের ভাড়া ঠিক করে।
বিআরটিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশালের ভাড়া ৪১২ টাকা; ঢাকা-রাজৈর-গোপালগঞ্জের ভাড়া ৫০৪ টাকা; ঢাকা-গোপালগঞ্জ-খুলনার ভাড়া ৬৪৯ টাকা; ঢাকা-জাজিরা-শরীয়তপুরের ভাড়া ২১৮ টাকা; ঢাকা-বরিশাল-পিরোজপুরের ভাড়া ৫৩৪ টাকা; ঢাকা-গোপালগঞ্জ-বাগেরহাট-পিরোজপুরের ভাড়া ৬২৮ টাকা।
ঢাকা-বরিশাল-পটুয়াখালীর ভাড়া ৫০১ টাকা; ঢাকা-ভাঙ্গা-মাদারীপুরের ভাড়া ৩২৭ টাকা; ঢাকা-গোপালগঞ্জ-খুলনা-সাতক্ষীরার ভাড়া ৬৩৩ টাকা; ঢাকা-ভাঙ্গা-ফরিদপুরের ভাড়া ২৮৮ টাকা; ঢাকা-মাদারীপুর-বরিশাল-ভোলা-চরফ্যাশনের ভাড়া ৬৫৩ টাকা; ঢাকা-বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু-শরীয়তপুরের ভাড়া ২১৯ টাকা এবং ঢাকা-মাদারীপুর-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটার ভাড়া ৬৯৪ টাকা।
এর আগে গত ৩১ মে বিআরটিএকে এক চিঠিতে পদ্মা সেতুতে চলাচলকারী বাসভাড়া পুনর্নির্ধারণ করার আবেদন জানায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তারা টোল নীতিমালার সঙ্গে এক্সপ্রেসওয়ে এবং সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলকারী বাসের ভাড়া বাড়াতে আবেদন করেছিল।